Monday, October 1, 2018

বিসিএস প্রস্তুতি (দৈনন্দিন বিজ্ঞান) –৪



বিজ্ঞান বিসিএস প্রিলি পর্ব ৪




61) উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ? গ্রাফাইট

62) ‘উড স্পিরিট ‘ কী ? মিথাইল এলকোহল

63) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ? ট্যাকমিটার

64) উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ? থিও ফ্রাসটাস

65) উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি ? Cycas .

66) উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ? ফুল

67) একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ? ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড

68) এটম বোমা কে আবিস্কার করেন ? অটোহ্যান

69) এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয় ? আমাশয়

70) এ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া > ঘামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতি

71) কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য ? ক্যালসিয়াম অক্্রলিক

72) কচু শাকে কি বেশি থাকে ? লৌহ

73) কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ? পরিবহন পদ্ধতিতে

74) কফিতে কোন উপাদান থাকে ? ক্যাফেইন

75) কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ? এসকরবিক অ্যাসিড

76) কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা ? বাড়ে

77) কম্পিউটার কে আবিস্কার করেন ? হাওয়ার্ড এইকিন

78) কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ? ৩ টি

79) কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ? করপিক্রিন

80) কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ? বালি

বিসিএস প্রস্তুতি দৈনন্দিন বিজ্ঞান –৩



বিজ্ঞান বিসিএস প্রিলি পর্ব ৩




41) অ্যাসিড আবিস্কার হয় কবে ? ১৯৮১ সালে

42) অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ? লাল করে

43) আকাশ নীল দেখায় কেন ? নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি

44) আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ? মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে

45) আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ? টারটারিক অ্যাসিড

46) আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ? চার্লস ব্যাবেজ

47) আপেলে কোন অ্যাসিড থাকে ? সালিক অ্যাসিড

48) আমলকিতে কোন অ্যাসিড থাকে ? অক্সালিক অ্যাসিড

49) আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে ? পেপসিন

50) আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ? সিলভারের

51) আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে ? কঠিন অবস্থায়

52) আলকাতরা কী থেকে তৈরী হয় ? কয়লা

53) আলোর গতির আবিস্কারক কে ? এ মাইকেলসন

54) ইউরোসিল কোথায় থাকে? -RNA তে।

55) ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ? অগ্নাশয়ে

56) ইন্টারফেরন কি? ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো প্রোটিনের সমষ্টি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

57) ইলেকট্রন কে আবিস্কার করেন ? জন থম্পসন

58) ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ? কার্বন

59) ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ? ০.১৫ – ১.৫ %

60) উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ? মাংশ